
সুনামগঞ্জ প্রতিনিধি::
মুজিববাদ বাংলাদেশের মুক্তিযোদ্ধকে কলুষিত করেছে। মানুষের অধিকার হরণ করেছে। এই মুজিববাদীদের প্রতিহত করেছে এ দেশের ছাত্র-জনতা। বাংলাদেশে আর মুজিববাদের ঠিকানা হতে দেব না। জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সুনামগঞ্জে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শুক্রবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে এনসিপি। রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে নাহিদ বলেন, আপনারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে এজন্য ধন্যবাদ জানাই।
বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন), দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।