স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের দর্শনীয় স্থান পরিদর্শনে চীন থেকে আসছেন এক বিদেশি নাগরিক। ব্যবসায়িক ভ্রমণের অংশ হিসেবে ইউনির্ভাসাল গ্রুপ অব কোম্পানিজ, ঢাকার চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার এ.এইচ.এম জুয়েল মাহমুদের ব্যক্তিগত আমন্ত্রণে তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার চীনা নাগরিক মিস্টার লী আগামীকাল ২২ জুলাই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জলিলপুর গ্রামে হেলিকপ্টারযোগে অবতরণ করবেন।
পুলিশ সুপার (ডিএসবি) কার্যালয় থেকে ২১ জুলাই জারিকৃত একটি সরকারি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, মিস্টার লী জেলার টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদী, বড়ছড়া ও নিলাদ্রি লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এ উপলক্ষে তার হেলিকপ্টার জলিলপুর গ্রামে অবতরণের জন্য স্থানীয়ভাবে তদন্ত করা হয় এবং এতে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার কোনো শঙ্কা না থাকায় অনুমতি দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত চিঠিতে পুলিশের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট শর্তারোপ করা হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে স্থানীয়দের অংশগ্রহণে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আগত দর্শনার্থীদের নিয়ন্ত্রণে স্থানীয় সচেতন নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার নিজস্ব ব্যবস্থাপনায়।হেলিকপ্টার অবতরণের আগে বিজিবির সঙ্গে সমন্বয় করতে হবে, কারণ এটি সীমান্তবর্তী এলাকা। অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে হবে। কোনো প্রকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়াও জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, ডিএসবি, এবং সংশ্লিষ্ট থানাসমূহকে এ বিষয়ে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, এই সফর জেলার পর্যটন সম্ভাবনাকে আরও উন্মোচন করবে এবং বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াবে।