সিলেট ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে মিছিল করেছে পদ বঞ্চিতরা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:৩২ অপরাহ্ণ
সিলেট জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে মিছিল করেছে পদ বঞ্চিতরা

সিলেট জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে ‘মোটরসাইকেল মিছিল’ করেছে যুবদলের একাংশের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা কমিটির বিরোধী স্লোগান দেন।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে পদ বঞ্চিত নেতারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে মহানগরীর আম্বরখানা-বন্দরবাজার সড়ক প্রদক্ষিণ করে ফের শহীদ মিনার এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

 

প্রতিবাদ সভা তারা বলেন, টাকার বিনিময়ে এই কমিটি হয়েছে। কমিটিতে দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এছাড়া কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয় করা হয়নি। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এই কমিটি আমরা প্রত্যাখ্যান করছি।

 

এরআগে ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়বাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। পরদিন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এই কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল হয়।

সংবাদটি শেয়ার করুন