সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে বসতবাড়িতে লেবু জাতীয় ফল চাষে কৃষকদের প্রশিক্ষণ

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ০২:০৭ অপরাহ্ণ
জৈন্তাপুরে বসতবাড়িতে লেবু জাতীয় ফল চাষে কৃষকদের প্রশিক্ষণ

Oplus_0

নিজস্ব  সংবাদদাতা::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে লেবু জাতীয় ফল উৎপাদনের কলাকৌশল বিষয়ক একটি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ তারিখে, বেলা ১১টার দিকে কেন্দ্রের হলরুমে।

 

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার ও ফয়সল আহমেদ।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের সামনে লেবু জাতীয় ফলের পুষ্টিগুণ ও চাষাবাদ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, লেবু জাতীয় ফসলে রয়েছে ভিটামিন-সি সহ নানা উপকারী উপাদান যা মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

এই ধরনের ফল গৃহ আঙ্গিনায় উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ করে পরিবারিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া নারীরাও ঘরে বসেই এই চাষাবাদে যুক্ত হয়ে স্বনির্ভর হতে পারেন বলে জানানো হয়।

 

প্রশিক্ষণে জানানো হয়, উন্নত জাতের ভিটামিন-সি সমৃদ্ধ লেবু, কাগজি লেবু, জারা লেবু, কমলা, মাল্টা, জাম্বুরা, সাতকরা,তইকর, লটকন এর চারা জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে।

 

জৈন্তাপুর উপজেলার সকল আগ্রহী কৃষক ও কৃষাণীরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা কৃষি উন্নয়ন ও পুষ্টি সচেতনতায় একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!