
নিজস্ব সংবাদদাতা::
সীমান্ত এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২২ জুলাই মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে বিজিবির ৪৮ ও ১৯ নম্বর ব্যাটালিয়ন ২ কোটি ৬১ লক্ষ ৯ হাজার ৩ শত টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে সিলেট ও সুনামগঞ্জের প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ, বাংলাবাজার, গুয়াবাড়ী, কানাইঘাট এবং জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
৪৮ বিজিবির অভিযানে সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, একটি ইজিবাইক ও একটি বাংলাদেশি বারকী নৌকাসহ মোট ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
অন্যদিকে ১৯ বিজিবির অধীনস্থ গুয়াবাড়ী, সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক অভিযানে ১২টি ভারতীয় মহিষ ও ২০টি গরু, ছয় হাজার পাঁচশ পিস সুপারি ও দুইশ পঞ্চাশ কেজি চিনি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৭০ হাজার টাকা।
জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি তারই অংশ হিসেবে পরিচালিত সফল অভিযান।”
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির এই সফল তৎপরতার জন্য স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়েছে। তারা মনে করেন, এই ধরনের অভিযান সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।