সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি (উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা স্থগিত করা হয়েছে। মধ্যরাতে এ বিষয়ে নিশ্চিত করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

 

মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এডমিন।”

 

এর আগে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর প্রাণহানির ঘটনায় জাতীয় শোক ঘোষণা করে সরকার। তবে এর মধ্যেও মঙ্গলবারের পরীক্ষার সিদ্ধান্ত বহাল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।

 

ছাত্র, অভিভাবক ও সাধারণ নাগরিকদের একাংশ মনে করেন, জাতীয় শোকের দিনে কিশোর শিক্ষার্থীদের পরীক্ষা নিতে চাওয়া অমানবিক সিদ্ধান্ত ছিল। এ নিয়ে অনেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করেন।

তবে শেষ পর্যন্ত সরকার জনমতের প্রতি সম্মান জানিয়ে এবং শোক দিবসের গুরুত্ব বিবেচনায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!