
জৈন্তাপুর সংবাদদাতা::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জৈন্তাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন ও কৃষক দলের সদস্য সচিব আল মামুনের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী, মুক্তিযোদ্ধা নেতা শেখ মো. গিয়াছ উদ্দিন, জেলা কৃষক দলের ১ম যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস শুকুর, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি সোহেল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ,২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলেমান আহমদ,সহ সভাপতি তবারক আলী,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ,হুমায়ুন কবির খান, মো.নাজিম উদ্দিন নাজিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান,উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দিন, কামাল আহমদ,রিপন,মখলিছুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মো.মাসুক আহমদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাজ উদ্দিন তাজু, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান, নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রানা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কোনো দলীয় এজেন্ডা নয়, এটি জাতীয় পুনর্গঠনের জন্য একটি সময় উপযোগী রূপরেখা। তারা বলেন, দেশকে বাঁচাতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
সভায় বিভিন্ন ইউনিয়নের কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।