জৈন্তাপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) কলেজ ক্যাম্পাস সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিউল ইসলাম, সদস্য সচিব সাহেল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম আহমদ, যুগ্ম আহ্বায়ক ইকরাম আহমদ, সালমান আহমদ, রাব্বি হোসেন জুমেল, আব্দুল্লাহ আল মামুন, হারুনুর রশিদ হারুন, সদস্য রাহি আহমদ ও তুহেল শিকদার প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আমরা শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারাবদ্ধ।