প্রতিনিধি,লোহাগাড়া চট্টগ্রাম::
চট্টগ্রামের লোহাগাড়ায় ( শুক্রবার) জুলাই গনহত্যার দাবিতে বিক্ষোভটি লোহাগাড়া সদরের ডায়বেটিস হসপিটাল হতে শুরু হয়ে বেষ্ট চৌধুরী প্লাজার মাঠ প্রাঙ্গনে মিলিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন, আসিফ উল্লাহ আরমান,সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির।
আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভক্তব্য রাখেন, আসিফ উল্লাহ আরমান,সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির এবং জুলাই অভ্যুত্থানের শহীদ ইসমামের বড় ভাই ।
সমাবেশে বক্তারা জানান, এক বছরেও জুলাই গণহত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান। অতিদ্রুত জুলাই ঘোষণা পত্র প্রকাশ করার দাবি জানান৷ প্রায় ও এক বছর হলেও অন্তবর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ।বক্তারা আরো বলেন, দলমত হিসাবে আমরা ভিন্ন হলেও আওয়ামী ব্যাপারে আমরা এক৷ আওয়ামীলীগ নামের কোন শব্দ এই দেশে অস্তিত্ব থাকবে না। আওয়ামীলীগের প্রতিটি কর্মকান্ডের বিচার নিশ্চিত করতে হবে বলে সরকারের কাছে বার্তা রাখেন৷
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আসহাব উদ্দিন, সেক্রেটারি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির, বেলাল উদ্দিন ফারুকী, সভাপতি, লোহাগাড়া উপজেলা ছাত্রশিবির, একরামুল হাসান জিহান, সেক্রেটারি, লোহাগাড়া উপজেলা ছাত্রশিবির সহ লোহাগাড়া উপজেলার নেতৃবৃন্দ।