সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পর্যটন ও হাওরবাসীর জীবনমান উন্নয়নে ডিসির ব্যতিক্রমী উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ণ
পর্যটন ও হাওরবাসীর জীবনমান উন্নয়নে ডিসির ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:

পর্যটন শিল্পের বিকাশ স্থানীয় জনগনের অংশীদারিত্ব নিশ্চিতকরণে সবজি, ফলমূল ও নিজস্ব পন্য বিক্রির লক্ষ্যে ‘ভাসমান বাজার’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নিয়মিত বসবে এ হাট। গোলাবাড়ি গ্রাম সংলগ্ন রৌহা হাওরে বসবে ‘ভাসমান বাজার’। হাওরপাড়ের ৮২ গ্রামের মানুষ তাদের উৎপাদিত সবজি, ফলমূল আর নিজস্ব পন্য বিক্রি করবেন এ বাজারে। প্রতিদিন বসা বাজারের ক্রেতা হচ্ছেন হাওরে ঘুরতে আসা পর্যটনপ্রেমীরা।

 

উল্লেখ্য, জেলা প্রশাসকের আরেক উদ্যোগ জেলাজুড়ে পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলা। ইতোমধ্যে সেরা গ্রাম নির্বাচনের কার্যক্রম রয়েছে আনুষ্ঠানিকতা পর্যায়ে। শুক্রবার (১৮ জুলাই) বেলা ২টায় ব্যতিক্রমী “ভাসমান বাজার” এর শুভ উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) সনজিৎ চন্দ্র, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম টিপু।

 

স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মস্তফা মিয়া, লেখক ও সমাজকর্মী আবুল হুসেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন