সিলেট ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫, ০৬:১৩ অপরাহ্ণ
মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার

হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুরের মনতলা স্টেশন বাজারে একটি পাখির দোকানে অভিযান চালিয়েছে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের লোকজন। অভিযানে অবৈধভাবে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত মোট ২০ টি দেশীয় বন্যপাখী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়,অভিযানে উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে- ১০টি ঝুঁটি শালিক, ৩টি তিলা ঘুঘু ও ২টি টিয়া।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মাধবপুরের এসিল্যান্ট ও নির্বাহী সোসাইটি।অভিযানে স্থানীয় মালু মিয়া নামের পাখি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাখিগুলোকে অবমুক্ত করার জন্য জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন