সিলেট ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে শাহজালাল ( রহ) ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের’র বাড়িতে হামলা অগ্নি সংযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ :: সিলেটের জৈন্তাপুর উপজেলা হযরত শাহজালাল (রহ:) ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমেদ এর বাড়িতে হামলা অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে।

 

জানা যায় গত (৫ আগস্ট ) ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ ছেড়েছেন খবরে সারাদেশে আওয়ামী লীগের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটর ঘটনা ঘটে।

 

 

এর ধারাবাহিকতায় মঙ্গলবার ( ৬ আগস্ট) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় (১ ম খন্ড) এলাকায় শাহজালাল (রহ:) ডিগ্রি কলেজ  ছাত্রলীগের সভাাপতি জুবের আহমদ এর বাড়িতে হামলা লুটপাট করে আগুন দিয়েছে স্থানীয় বিএনপি জামাতের নেতাকর্মীরা।

জুবের আহমেদ জানান তারা আওয়ামী লীগ পরিবারের রাজনীতির সাথে জড়িত এছাড়া আমি কলেজ ছাত্রলীগের দায়িত্ব ছিলাম। রাজনৈতিক প্রতি হিংসার কারণে আমাদের ঘরবাড়িতে হামলা অগ্নি করে সবকিছু শেষ করে দিয়েছে বিএনপির জামায়াতের নেতাকর্মীরা। এখন আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি ও হুমকির মুখে রয়েছি ।

উল্লেখ্য:: বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

 

গত সোমবার (১০ মে ২০২৫) জারি করা এ সম্পর্কিত প্রজ্ঞাপন নিষিদ্ধ করে সরকার।

এর আগে গত নভেম্বর (২০২৫ ইং) ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিলো সরকার।

সংবাদটি শেয়ার করুন