তাহিরপুর প্রতিনিধি ::
যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় একটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টায় তাহিরপুর তাহিরপুর থানা পুলিশ যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শগ্রাম এলাকা থেকে একটি স্টিলবডি নৌকা ও নৌকায় থাকা ২০০ ঘনফুট বালি জব্দ করেন। অবৈধভাবে বালু উত্তোলনকারীরা হলো- মো. ফজর আলীর ছেলে মো. ইকবাল হোসেন (২৪) ও মো. হোসেন আলীর ছেলে মো. ওমর গণি (২৩)। উভয়ের গ্রাম উপজোর বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজ্জু করা হয়েছে।