সিলেট ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব থেকে শাহীন-জিলু বহিস্কার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৯:০৬ অপরাহ্ণ
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব থেকে শাহীন-জিলু বহিস্কার

এম এ কাদির,বালাগঞ্জ :

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন শাহীন ও জিল্লুর রহমান জিলুকে স্ব স্ব পদ থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ শে সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় সর্বসম্মতি ক্রমে এ সিন্ধান্ত গ্রহন করা হয়। পরে ক্লাবের সভাপতি (দৈনিক যুগান্তর প্রতিনিধি) শামীম আহমদ ও সাধারণ সম্পাদক (দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি) আবুল হোসেন ইমন সাক্ষরিত গণমাধ্যমে পাটানো এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয। বালাগঞ্জ উপজেলা

প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ার পরিপেক্ষিতে প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ ধারা ১ অনুযায়ী

ক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন শাহীন ও জিল্লুর রহমান জিলুকে স্ব স্ব পদ থেকে বহিস্কারের সিন্দান্ত গ্রহন করা হয়। পাশাপাশি বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সংক্রান্ত কোনো বিষয়ে তাদের সাথে কোনো ধরণের যোগাযোগ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

উক্ত সভায় উপস্থিত চিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি (মানবজমিন) প্রতিনিধি মো. আব্দুস শহিদ, সহ-সভাপতি, (সবুজ সিলেট) প্রতিনিধি শাহ্ মো. হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বাণী) প্রতিনিধি রাজিব আহমদ রাজিন, কোষাধ্যক্ষ (সকালের সময়) প্রতিনিধি জাগির হোসেন, দপ্তর সম্পাদক (উত্তরপূর্ব) প্রতিনিধি তারেক আহমদ, কার্যনির্বাহী সদস্য (শুভ প্রতিদিন) প্রতিনিধি রজত চন্দ্র দাস ভুলন, (শ্যামল সিলেট) প্রতিনিধি এম এ কাদির, আধুনিক কাগজ প্রতিনিধি আবুল কাশেম অফিক ও সাপ্তাহিক (কুশিয়ারার কূল) এর স্টাফ রিপোর্টার ম.আ মুকিত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন