জৈন্তাপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে বুধবার ( ১৬ জুলাই) বিকাল ৩টায় ঐতিহাসিক বটতলায় এই সভা অনুষ্ঠিত।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদের যৌত পরিচালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান,নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা জাসাসের সদস্য সচিব এইচ এম রায়হান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সহ-সভাপতি মুহিবুল হক মুহিব,সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সম্পাদক হুমায়ুন কবির খান, জৈন্তাপুর ইউনিয়নের সম্পাদক জালাল উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন ও সম্পাদক হাফিজ জালাল উদ্দিন, দরবস্ত ইউনিয়নের সভাপতি কুদরত উল্লাহ ও সম্পাদক মুসলিম আলী, ফতেপুর ইউনিয়নের সভাপতি আব্দুল হক, চিকনাগুল ইউনিয়নের সভাপতি তেরা মিয়া ও সম্পাদক মছদ্দর আলী, উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান এবি এম জাকারিয়া,যুবদলের আহ্বায়ক দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সম্পাদক আল মামুন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ,যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ,সেলিম আহমদ, দুলাল আহমদ,নুরুল হক, ইয়াজুল,নুরুল আমিন (মেম্বার), সদস্য রাসেল,জব্বার,হাসনাত,বাবর,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খছরু,যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ, নিজপাট ইউনিয়ন ছাত্রদলের ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম,সহ সভাপতি রাসেল আহমদ রাওয়ান ও সম্পাদক রায়হান আহমদসহ জেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময়ে বক্তারা বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে।
তারা বলেন, রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথেই থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন জোরদার করা হবে।
বক্তারা আরও জানান, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তাই ৩১ দফা দাবির প্রতি গণসমর্থন দিন দিন বাড়ছে। এই দাবিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরে আসবে।