ডেস্ক নিউজ :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখার নিয়মিত মাসিক বৈঠক গতকাল শনিবার ১২ জুলাই বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় অফিসে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ সগীর।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে সম্প্রতি এক নিরীহ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং মসজিদে প্রবেশ করে ইমামকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। তারা বলেন, এসব ঘটনা দেশের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং আইন-শৃঙ্খলার ভয়াবহ অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মাহমুদ হাসান, হাফিজ মাওলানা আহমদ কবির, ক্বারী মুক্তার আহমদ, হাফিজ মাওলানা আব্দুল্লাহ; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন ও হাফিজ মাওলানা আহমদ সগীর; সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ; প্রচার ও অফিস সম্পাদক মুফতি শামীম আহমদ; সহ-প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমদ; অর্থ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ; সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ; সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক; কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ; শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা শরীফ উদ্দিন প্রমুখ।
সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।