সিলেট ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

শায়েস্তাগঞ্জ ও অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫, ০৭:০৫ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জ ও অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ আমীর হোসেন সোহাগ ::ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকার মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

 

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শতাধিক অবৈধ চায়ের দোকান, বিভিন্ন পণ্যের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়।

 

অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

সংবাদটি শেয়ার করুন