আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্যান্টিন চালুর মধ্য দিয়ে নতুন মাত্রা যোগ হয়েছে প্রশাসনিক সেবায়। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ক্যান্টিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং জামালগঞ্জ কিন্ডার গার্টেন জুনিয়র স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে গান গেয়ে মুগ্ধ করেন ইউএনও মুশফিকীন নূর , মোঃ আব্দুর রব, রফিকুল ইসলাম বিন বারী, রাম কুমার সাহা ও জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
নতুন ক্যান্টিনটি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাপ্রার্থীদের জন্য সাস্থ্যসম্মত ও সাশ্রয়ী খাবার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।