সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুর থেকে সিলেট জেলা ও মহানগর যুবদলে কমিটিতে স্থান পেলেন পাঁচ সাবেক ছাত্রনেতা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৬:৫২ অপরাহ্ণ
জৈন্তাপুর থেকে সিলেট জেলা ও মহানগর  যুবদলে কমিটিতে স্থান পেলেন পাঁচ সাবেক ছাত্রনেতা

জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পাঁচ জন। জানা গেছে তাঁরা সবাই সাবেক ছাত্রদল নেতা।

 

জেলা কমিটিতে স্থান পেলেন যারা। তাঁর হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম,সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জামিল আহমদ ও সহ মৎস্য বিষয়ক সম্পাদক হয়েছেন জাহেদ আহমদ। মহাননগর কমিটিতে সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন অঞ্জল দাস অঞ্জন।

 

দেশের কল্যাণে তাদের উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

উল্লেখ্য: বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি ও মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য এবং ও শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি ও মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন সাধারণ সম্পাদক করে মহানগর শাখায় ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

 

যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে এ কমিটি প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন