সিলেট ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

লন্ডন প্রবাসী ব্যারিস্টার আবু সাদাত মো: সুহেল: শিকড়ের প্রতি ভালোবাসায় মানবিকতার প্রতিচ্ছবি

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৫:২১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা সুয়েব রানা::

শেকড়ের টানে এক অনন্য প্রবাসী:

 

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের হাজারী সেনগ্রামের এক গর্বিত সন্তান ব্যারিস্টার আবু সাদাত মো: সুহেল, যিনি এখন লন্ডনপ্রবাসী হলেও হৃদয়ে ধারণ করেন নিজের গ্রামের মানুষ ও শিকড়ের প্রতি অগাধ ভালোবাসা। পেশাগতভাবে একজন সফল আইনজীবী হলেও তার পরিচয় সীমাবদ্ধ নয় শুধুমাত্র ব্যারিস্টার পরিচয়ে; তিনি এক মানবিক, সমাজসচেতন এবং শুদ্ধচিন্তার মানুষ।

 

পরিবারসহ প্রবাসজীবন:

 

তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে পরিবারসহ বসবাস করছেন। তাঁর বাবা মো: আব্দুল্লাহ ও মা দুজনেই লন্ডনে অবস্থান করছেন এবং পরিবারের সবাই প্রবাসে থাকলেও গ্রামের মাটি ও মানুষের প্রতি তাদের ভালোবাসা অবিচল।

 

পেশাগত সফলতার ধারাবাহিকতা:

 

আবু সাদাত মো: সুহেল বর্তমানে স্বনিযুক্ত আইন পরামর্শক হিসেবে কাজ করছেন Lawmatic Solicitors-এ। এর আগে তিনি Simon Noble Solicitors, SEB Solicitors এবং Hamlet Solicitors LLP-এ কাজ করেছেন আইনজীবী হিসেবে।

প্রশিক্ষণ ও শিক্ষাজীবন:

 

তিনি The Honourable Society of Lincoln’s Inn থেকে Barrister-at-Law ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি City St George’s, University of London থেকে BPTC এবং University of East London থেকে এলএল.বি সম্পন্ন করেন। তার একাডেমিক যাত্রা শুরু হয় International Islamic University Chittagong-এ, যেখানে তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন।

 

সমাজকল্যাণে নিরব ভূমিকা:

 

সফল কর্মজীবন থাকলেও সুহেল সবসময় মনে করেন-সফলতা তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের উপকারে আসে। তাই প্রবাসে থেকেও তিনি সবসময় খোঁজখবর রাখেন নিজের এলাকার মানুষদের। অসহায়, দুস্থ এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন নীরবে-নিভৃতে।

 

আদর্শবান এক আলোকিত মুখ:

ব্যারিস্টার সুহেলের মানবিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক মূল্যবোধ এবং শেকড়কে না ভুলে যাওয়ার মানসিকতা তাকে একজন আদর্শবান প্রবাসী হিসেবে পরিচিত করে তুলেছে। জৈন্তার হাজারী সেনগ্রামের মানুষ আজও গর্ব করে বলেন, সুহেল শুধু আমাদের গ্রামের ছেলে নয়, তিনি আমাদের আশা ও অনুপ্রেরণা।

সংবাদটি শেয়ার করুন