সিলেট :: জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে ৮ জুন ২০১১ সাল থেকে টানা বারবার জনপ্রিয় মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন মোদাচ্ছির আলী। তিনি কেবল নিজের এলাকায় নয়, জৈন্তাপুরসহ আশেপাশের উপজেলার গ্রামগুলোতেও অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও গরিব অসহায় মানুষের পাশে নিরলসভাবে সাহায্যের হাত বাড়িয়ে চলেছেন।
অনেকেই তাকে বলেছেন, আপনি যদি শুধু নিজের এলাকায় সাহায্য করতেন, তাহলে নিজের জন্য ভালো হত। কিন্তু মোদাচ্ছির আলী বলেন, আমি আমার ভালো ভেবে সাহায্য করি না, আল্লাহর সন্তুষ্টির আশায় মানুষের কল্যাণে কাজ করি।
মহামারী করোনা পরিস্থিতি পরবর্তী ২০২২- ও ২৪ সালের সিলেটের ভয়াবহ বন্যার সময় দরবস্ত ইউনিয়নের একজন মেম্বার হয়ে তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত নিজের বাড়া করা নৌকা দিয়ে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষকে উদ্ধার করেছেন। অনেক সময় খাবার না খেয়ে মানুষকে সহযোগিতা করেছেন। স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, এই মানবিক কাজগুলোর জন্য তিনি নিজের বড় গরু (ষাঁড়)বিক্রি সহ জমিজমাও বিক্রি করে এবং মানুষের দেওয়া সহযোগিতাও কাজে লাগিয়ে দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
অসুস্থ হয়ে বিছানায় থাকলেও যখনই কোনো সামাজিক মানবিক ও ধর্মীয় কাজ বা অসহায় মানুষের খবর পান, তিনি সাহায্যের জন্য দ্রুত এগিয়ে আসেন। নিজের খাবার থেকে বিরত থেকেও প্রয়োজনমতো সহযোগিতা করতে ছাড় দেননি।
[caption id="attachment_6216" align="aligncenter" width="225"] মোদাচ্ছির মেম্বার[/caption]
বর্তমান সময় পর্যন্ত তার প্রতিদিনের চিত্রে ও রুটিনে মানবসেবা করে যাচ্ছেন, যা জৈন্তা তথা দরবস্তের ইতিহাসে চির অম্লান থাকবে।
নিজ গ্রাম কাঞ্জর এলাকার এই জনপ্রিয় মেম্বারকে এলাকার মানুষ গভীর শ্রদ্ধায় সম্মান করে। তারা বলেন, আমরা গর্ব করি মোদাচ্ছির আলীর মতো একজন জন প্রতিনিধি পেয়ে। তিনি আমাদের এলাকার জন্য এক আশীর্বাদ আমাদের গর্বের প্রতীক। আগামী দিনেও আমরা চাই তিনি আমাদের পাশে থাকুন।