
বালাগঞ্জ :
সিলেটের বালাগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১০জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় কুষক-কৃষাণিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী -পুরুষ অংশগ্রহণ করেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সিলেটের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান।প্রধান অতিথি বক্তব্যে বলেন, একজন কৃষককে ধান চাষ কীভাবে করতে হয় তা শেখানো দরকার নেই। তবে আধুনিক পদ্ধতিতে ধান চাষ কীভাবে করাতে হয় তা কৃষকদের জানাতে হবে। প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে একজন কৃষক অল্প জমিতেও অধিক ফসল তুলতে পারবেন ।