
গোলাপগঞ্জ লক্ষনাবন্দ চৌধুরীবাজারে বিএনপির উঠান বৈঠক
ডেস্ক নিউজ ::
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি হচ্ছে গণ মানুষের দল। পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে বিএনপি একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার গঠন করতে চায়। দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত, দুর্নীতি দমন, কৃষি ও শিক্ষার অগ্রগতি এবং জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এই রূপরেখা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট নির্দেশনা। তাই ৩১ দফার পক্ষে জনমত গঠনে তৃনমূল বিএনপিকে অগ্রণী ভুমিকা পালন করতে হজবে।
তিনি শুক্রবার (১১ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার চৌধুরীবাজার এলাকায় লক্ষনাবন্দ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
লক্ষনাবন্দ ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরান আহমদ ও সদস্য মোঃ কয়েছ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ আব্দুল গফুর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাসান ইমাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা সহ-সভাপতি আনহার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এমাদ উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা যুবদলের সদস্য জাকু আহমদ, কাইয়ুম আহমদ, সাহেদ আহমদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ চৌধুরী, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ছয়ফুল ইসলাম হিরু।
বিএনপি নেতা শামসুদ্দিন আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শামীম উদ্দিন দুলন, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাসাস নেতা ফজুল মিয়া, হিরা মিয়া, শাহিন মিয়া, যুবদল নেতা কয়েছ মিয়া, জেবুল মিয়া, আবলু মিয়া, আকবর আহমদ, ছাত্রদল নেতা হাছান আহমদ প্রমূখ।