
নিজস্ব সংবাদদাতা সুয়েব রানা :: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের উপরশ্যামপুর দলইপাড়া গ্রামে জন্ম ও বেড়ে ওঠা মো: জয়নাল আবেদীন ৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিসেবে সুপরিচিত নাম। তাঁর নেতৃত্বে স্থানীয় যুব সমাজ আজ সুসংগঠিত ও সচেতন।
পারিবারিকভাবে জাতীয়তাবাদী চেতনায় গড়ে ওঠা জয়নাল আবেদীনের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর পিতা ছিলেন মৃত আয়ুব আলী। তিনি ৫ ভাই ও ৪ বোনের মধ্যে সবার বড়। রাজনীতির প্রতি তাঁর দায়বদ্ধতা এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে এলাকাবাসীর আস্থা ও ভরসার প্রতীক করে তুলেছে।
বিগত আওয়ামী সরকারের সময়ও তিনি দল থেকে মুখ ফিরাননি। সকল চাপে-প্রলোভন উপেক্ষা করে তিনি জাতীয়তাবাদী দলের প্রতি থেকে গেছেন অবিচল। তিনি বিশ্বাস করেন-দলকে ভালোবেসেই এ জীবনটা কাটাতে চান।
স্থানীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে সামাজিক সেবামূলক কার্যক্রম-সবখানেই তাঁর সক্রিয় উপস্থিতি চোখে পড়ে। এলাকার মাদকবিরোধী কার্যক্রম, শিক্ষাবিষয়ক উদ্বুদ্ধকরণ, খেলাধুলার আয়োজনসহ নানা জনকল্যাণমূলক কাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।
মো: জয়নাল আবেদীন বিশ্বাস করেন-রাজনীতি মানে মানুষের পাশে থাকা, তাদের অধিকার আদায়ের জন্য কাজ করা। তরুণ প্রজন্মের মধ্যে দলীয় আদর্শ ছড়িয়ে দিয়ে তিনি জৈন্তাপুরে জাতীয়তাবাদী শক্তিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন