
ডেস্ক নিউজ ::২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক সমাজকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লন্ডনপ্রবাসী সমাজসেবক, আর্তমানবতার সেবক জাহাঙ্গীর আলম চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন- তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, পরিবার, সমাজ ও দেশের জন্যও গর্বের। শিক্ষাই মানুষকে আলোকিত করে। তোমরা যেন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠো-এই কামনা করি। যাদের ফলাফল ভালো হয়নি আগামীর জন্য শুভ কামনা রইলো।
তিনি আরও বলেন, একজন প্রবাসী হিসেবে আমি সবসময় দেশের শিক্ষাখাত, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজকল্যাণে পাশে থাকার চেষ্টা করেছি। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে-তাদের পাশে থেকে অনুপ্রেরণা দেওয়া আমাদের দায়িত্ব।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন মানবতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে চলো। আজকের সাফল্য হোক আগামী দিনের শক্ত ভিত।
জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে লন্ডনে অবস্থান করলেও নিজের জন্মভূমি পাঠনীপাড়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।