
ডেস্ক নিউজ ::
দেশের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে যুব জমিয়তের কর্মীদেরকে আদর্শিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবীর আহমদ। তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে। যুব জমিয়তের কর্মীদের হতে হবে আদর্শের প্রতীক।”
বুধবার (৯ জুলাই) বাদ মাগরিব সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে যুব জমিয়তের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি পরিচালনা করেন মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী। তিনি বলেন, “এই সময় জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শিক অবস্থান বজায় রেখে আমাদের দেশ ও সমাজের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, উত্তর জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, মহানগর সমাজসেবা সম্পাদক রেজাউল হক এলএলবি এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
বৈঠকে সিলেট মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার যুব জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল-আতীক, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, যুগ্ম সম্পাদক মুফতি ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ এবং সমাজসেবা সম্পাদক দিলদার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, উত্তর জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিদ্দীক, সিলেট কোতোয়ালি মডেল থানার যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সালমান, গোলাপগঞ্জ যুব জমিয়তের তথ্য সম্পাদক মাওলানা মেহেদী হাসান শাকিল, উত্তর জেলার সমাজসেবা সম্পাদক ইলিয়াস আর-রায়হান এবং স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল ওয়াহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।