
নিজস্ব সংবাদদাতা:: ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ‘যেসব শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছো আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আর যারা উত্তীর্ণ হতে পারোনি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহবান জানাচ্ছি। তোমরা তোমাদের মেধা-মননের সবটুকু উজাড় করে দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। মহান আল্লাহ তোমাদের সবার সহায় হোন’।
উল্লেখ্য, এ বছর জৈন্তাপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১৩৫৮ জন, পাশের হার ৬৮.৩১ শতাংশ। এদের মধ্যে ২৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে স্কুল শাখায় ১০ জন, কারিগরি শাখায় ১১ জন এবং মাদ্রাসা বোর্ডে ২ জন। সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে ৮ জন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে।