নিজস্ব সংবাদদাতা:: ২০২৫ সালের প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জৈন্তাপুর উপজেলা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু।
অভিনন্দন বার্তায় আব্দুল গফফার চৌধুরী খসরু বলেন, যেসব শিক্ষার্থী বন্ধুরা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
পাশাপাশি তোমরা যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।
আর কৃতি শিক্ষার্থীরা পরবর্তী একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে তোমরা আরো সাফল্য বয়ে আনবে-এই প্রত্যাশা করি। আমি তোমাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
উল্লেখ্য, এ বছর জৈন্তাপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১৩৫৮ জন, পাশের হার ৬৮.৩১ শতাংশ। এদের মধ্যে ২৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে স্কুল শাখায় ১০ জন, কারিগরি শাখায় ১১ জন এবং মাদ্রাসা বোর্ডে ২ জন। সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে ৮ জন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে।