সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মানবতার সেবায় একজন জাহাঙ্গীর আলম

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২৫, ০১:৪৮ অপরাহ্ণ
মানবতার সেবায় একজন জাহাঙ্গীর আলম

নিজস্ব সংবাদদাতা::মানবতার জন্য নিবেদিতপ্রাণ কিছু মানুষ থাকেন যাঁরা নিঃস্বার্থভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করেন। ব্যস্ত প্রবাসজীবনের মধ্যেও যাঁরা ভুলে যান না নিজের জন্মভূমি, নিজের লোকজন তাঁদেরই একজন হলেন লন্ডনপ্রবাসী বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী,  জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পাঠনীপাড়া গ্রামে জন্ম নেওয়া জাহাঙ্গীর আলম কেবল একজন সফল প্রবাসী নন, তিনি এক অনন্য মানবিক ব্যক্তিত্ব, যিনি কাজ করে যাচ্ছেন অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে।

 

লন্ডনে অবস্থানকালেই তিনি নিজেকে শুধু আত্মনির্ভরশীল করেই থেমে যাননি, বরং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে ‘জৈন্তাপুর প্রবাসী গ্রুপ লন্ডন শাখা’-তে যুক্ত হন এবং বর্তমানে তিনি এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তিনি (সিসিক ৩৬ নম্বর ওয়ার্ডে) সামাজিক সংগঠন শান্তিবাগ সোসাইটি উত্তর বালুচর-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শান্তিবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্বশীল ভূমিকা রাখছেন। এ ছাড়া তিনি গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশন-এর ওয়েলফেয়ার সম্পাদক হিসেবে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

 

প্রবাসে থেকেও এলাকার মানুষ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা ও চিকিৎসাখাতে নিয়মিত সাহায্য সহযোগিতা করে চলেছেন জাহাঙ্গীর আলম। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘নুরা ফাউন্ডেশন’, যার মাধ্যমে চিকনাগুল ও জৈন্তাপুর এলাকায় শিক্ষাসামগ্রী বিতরণ, দরিদ্রদের গৃহনির্মাণ ও অর্থসহায়তা, চিকিৎসা সেবা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে।

 

সম্প্রতি তাঁরই সার্বিক উদ্যোগে পাঠনীপাড়ায় এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে পাঠনীপাড়া সমাজকল্যাণ যুবসংঘ। গত ৩০ জুন ২০২৫, সোমবার সংগঠনটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই সংগঠন তরুণদের মাঝে শিক্ষা, ঐক্য ও শান্তির চেতনা ছড়িয়ে সমাজ সচেতনতা এবং মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী মনে করেন, মানবসেবা একটি মহান দায়িত্ব এবং প্রকৃত ইবাদতের অংশ। তাই তাঁর প্রতিটি কাজে ফুটে ওঠে বিনয়, সহযোগিতা ও মানুষের কল্যাণে নিবেদিত মনোভাব। তিনি প্রমাণ করেছেন, প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করা সম্ভব যদি ইচ্ছা ও দায়বদ্ধতা থাকে।

 

তিনি নিজের নাম প্রচারের চাইতে কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে বিশ্বাসী একজন নিঃস্বার্থ সমাজসেবক। তাঁর প্রতিটি উদ্যোগ সমাজের কাছে একটি নতুন বার্তা দেয়। সমাজের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী কেবল একটি নাম নয়, বরং একটি অনুপ্রেরণা। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের কাছে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। এমন মানুষ সমাজে আলো জ্বালান, সেতু গড়েন, ইতিহাস সৃষ্টি করেন।

এছাড়াও তিনি যার যার সাধ্যের মধ্যে  আর্তমানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান এর পাশাপাশি মানবিক কাজে সকলের দোয়া সহযোগিতা কামনা করেছে।

সমাজ বদলায়, মানুষ বাঁচে, দেশ এগিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন