সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে যাত্রীর পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার গয়না

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২৫, ০১:২৯ অপরাহ্ণ
বিমানবন্দরে যাত্রীর পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার গয়না

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আগমনী টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এপিবিএন জানিয়েছে, দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের পাঞ্জাবির পকেট থেকে সোনার গয়না উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৮৯৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

 

আটক দুইজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে নিয়মিত তৎপর রয়েছে এপিবিএন। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বাড়লেও সেটি কঠোরভাবে দমন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন