সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এবিএম জাকারিয়া 

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এবিএম জাকারিয়া 

ডেস্ক নিউজ ::

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। চার সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাকারিয়া মোঃ আব্দুল বারী।

 

মঙ্গলবার (৮ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ মঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪ (৪) ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত তাঁর বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- আল আমিনুর রশিদ ( শিক্ষক সদস্য) মোঃ ইসলাম উদ্দিন (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম (প্রধান শিক্ষক চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়)।

 

নবগঠিত এডহক কমিটির সভাপতি এবিএম জাকারিয়া বলেন বিদ্যালয়টির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো’ আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আমি সর্বাত্বক চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা, পরামর্শ প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন