বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল সীমান্ত দিয়ে পের ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (৫ জুলাই) ভোর রাতে আনুমানিক ৪:৩০ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়ল নামক স্থান তাদের আটক করে বিজিবি। এ নিয়ে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫১ জনকে পুশইনের সময় আটক করে বিজিবি।
৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়ক এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আনুমানিক ১ থেকে ৬ মাসে আগে চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলায় বাসিন্দা বলে জানা গেছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।