সিলেট ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুবারক র‍্যালী অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ণ
সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুবারক র‍্যালী অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতি বছরের মতো এবারও সিলেটে বর্ণাঢ্য মুবারক র‌্যালি করেছে। র‌্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়।

 

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‌্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়।

 

 

র‌্যালিপূর্ব র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মহাসচিব মুফতী একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, আল-ইসলাহ সাংঠনিক সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন