
মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:সিলেটের কানাইঘাটে গনধর্ষণ মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যে ৩ ধর্ষণকারী গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল আউয়াল-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অদ্য ০৪/০৭/২০২৫ ইং তারিখ ভোর অনুমান ০৪.১৫ ঘটিকার সময় কানাইঘাট থানা এলাকায় সারাশি গ্রেফতারী অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার মূল আসামী ধর্ষণকারী ১। শুভংকর দাস (২৭), পিতা-মৃত নিখিল দাস, সাং-উমাগড়, ২। বাবুল আহমদ (২৮), পিতা-ফরিদ আহমদ, সাং-বীরদল কচুপাড়া, ৩। ফাহাদ মিয়া (২৫), পিতা-বাবুল মিয়া, সাং-চটিগ্রাম, সর্বথানা-কানাইঘাট, জেলা-সিলেটগনকে গ্রেফতার করা হয়। আসামীগন প্রতিবন্ধী ভিকটিম নিলুফা বেগম (১৮)কে গাড়ীতে করে অপহরন করিয়া কানাইঘাট থানাধীন কায়স্থগ্রাম সাকিনে ফাঁকা বালু চরে নিয়ে গত ০২/০৭/২০২৫ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকার পর হইতে ভোর ০৬.০০ ঘটিকা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ (গনধর্ষণ) করে।
উক্ত আসামীদেরকে অদ্য ০৪/০৭/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।