
সিলেট প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট ইউনিটের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমিকে সদস্য সচিব করে ২০২৫ সালের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, অ্যাডভোকেট মোঃ খালেদ আহমেদ জুবায়ের, অ্যাডভোকেট তানভীর আখতার খান এবং অ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান মুজিব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, অ্যাডভোকেট এ.টি.এস. ফয়েজ, অ্যাডভোকেট নোমান মাহমুদ, অ্যাডভোকেট শামীম সিদ্দিকি, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট এখলাসুর রহমান, অ্যাডভোকেট মহিবুর রহমান, অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট জুবের আহমেদ খান, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট আবুল ফজল।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের ভরাডুবির পর পুরাতন কমিটি বাতিল করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত শেষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নতুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।