সুয়েব রানা নিজস্ব প্রতিবেদক::
আজ দুপুরে সিলেট শহরের একটি রেস্টুরেন্টের সামনে হঠাৎ করেই এক মধ্যবয়সী লোক এগিয়ে এসে ইসতিয়াক কে বলেন, ভাই, একটু ভাত খেতে চাই, ডালভাত হলেই চলবে। তার সরল আর হৃদয়বিদারক অনুরোধে চমকে ওঠেন রুহুল। মুহূর্তের মধ্যে লোকটিকে রেস্টুরেন্টে নিয়ে ভালোভাবে খাওয়ার ব্যবস্থা করে দেন তিনি।
এখানেই শেষ নয়। এই ছোট অথচ আন্তরিক সহায়তার ঠিক ঘণ্টাখানেক পরেই ঘটে এক অভাবনীয় ঘটনা। ইসতিয়াক জানান, তিনি এমন এক অঙ্কের টাকা ফেরত পেয়েছেন, যা একসময় তিনি হারিয়ে ফেলেছিলেন এবং ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। এমন অবিশ্বাস্য ফেরত পাওয়াকে তিনি দেখছেন আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উপহার হিসেবে।
ইসতিয়াক বলেন, আল্লাহ বলেছেন, তোমরা আমার জন্য যা খরচ করো, আমি তা বহুগুণে ফিরিয়ে দেই। আজ আমি সেই প্রতিদান নিজের চোখে দেখলাম। আলহামদুলিল্লাহ।
ঘটনার পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসতিয়াকের এই গল্প, যা অনেককেই অনুপ্রাণিত করেছে। অনেকেই মন্তব্য করছেন, এমন মানবিক উদাহরণ সমাজে বিরল এবং এটি নতুন প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরো বলেন, চেষ্টা করি গোপনে খাওয়াতে, সাহায্য করতে। আজকের ঘটনা যেন আমাকে আরও সাহসী করলো। আমাদের উচিত যতটুকু পারা যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
এই মানবিকতার গল্প আমাদের মনে করিয়ে দেয়, ছোট ছোট ভালো কাজই পারে আল্লাহর বিশেষ রহমত টেনে আনতে। সমাজে এমন সহানুভূতিশীল মানুষ থাকলেই মানবতা বেঁচে থাকবে এই বিশ্বাসে আমরা আশাবাদী।