
ডেস্ক নিউজ:: সিলেটের জৈন্তাপুর উপজেলার আওতাধীন ৫টি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. নাসির উদ্দিন।
এক বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ছাত্র রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ। সংগঠনের নেতাকর্মীদের গঠনমূলক ছাত্ররাজনীতির মাধ্যমে শিক্ষার পরিবেশ রক্ষা এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকারি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। দেশের অগ্রগতির সাথে তাল মিলিয়ে শিক্ষাঙ্গনে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার দিকেই ছাত্রসমাজকে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য: গত শুক্রবার(২৬ জুন) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একযোগে সিলেট জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।
এর মধ্যে জৈন্তাপুর উপজেলায় হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ,জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ,রাঙপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ, ও জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ।