
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র যুব সংগঠন জৈন্তাপুর উপজেলা শাখা যুবদলের আসন্ন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পার্থী হচ্ছেন দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন নাজিম।
তিনি আজ মঙ্গলবার গণমাধ্যমে পঠানো এক বার্তায় আনুষ্ঠানিকভাবে যুবদলের সংগঠনিক সম্পাদক পদে নিজের প্রার্থিতার কথা ঘোষণা দেন।
নাজিম উদ্দিন জানান গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসন আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তবুও দলের নীতি আদর্শের বাইরে যাননি কখনো। দলের দুঃসময়ে দলীয় ঘোষিত সকল কর্মসূচিতে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিযেছি।
নাজিম উদ্দিন নাজিম রাজনৈতিক সাংগঠনিক কর্ম দক্ষতায় জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও দরবস্ত ইউনিয়নের সেচ্ছাসেক দলের সহ সাংগঠনিক — দরবস্ত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য’র দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে ও তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করতে করে যাচ্ছেন।
তিনি সিলেট জেলা যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি তিনি আশা ব্যক্ত করে বলেন জেলা যুবদলের বিচক্ষণতায় মাঠ পর্যায়ে দুদিনের কর্মী হিসেবে তাকে মূল্যায়ন করবেন বলে তিনি আশা করেন।