সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দলের দুঃসময়ে পাশে ছিলেন এমন নেতার হাতেই ধানের শীষের প্রতীক চান শাল্লা: বিএনপির নেতৃবৃন্দ

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ণ
দলের দুঃসময়ে পাশে ছিলেন এমন নেতার হাতেই ধানের শীষের প্রতীক চান শাল্লা: বিএনপির নেতৃবৃন্দ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা-সুনামগঞ্জ থেকে:: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে।

নবনির্মিত শাল্লা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার ১ জুলাই  উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ রাজ্জাকের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চান।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির শাল্লা উপজেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্মআহ্বায়ক মো জাকির হোসেন ও আব্দুল করিম, দিরাই উপজেলা যুগ্মআহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর আহ্বায়ক মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা সদস্য শামীম আহমদ, যুবদলের যুগ্মআহ্বায়ক মাহবুব হোসেন শিশু, সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, কৃষক দলের আহ্বায়ক মো মাহতাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, তরুণ দলের সুনামগঞ্জ জেলা সভাপতি আবুল ফজল আকাশ, শাল্লা উপজেলা আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব উজ্জ্বল মিয়া, যুবদলের দিরাই উপজেলা সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, যুগ্মআহ্বায়ক সাবেক কাউন্সিলর জুয়েল মিয়া, পৌর আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক আজাদ হাসান, কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল কাইয়ুম, ছাত্রদলের দিরাই উপজেলা আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, শাল্লা উপজেলার সাবেক সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাগর, বর্তমান আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব তোফাজ্জল হক বাপন, দিরাই সরকারি কলেজের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ।

বক্তাগণ বিগত সরকারের আমলে দিরাই-শাল্লায় বিএনপির নির্যাতিত নেতাদের পাশে দাঁড়ানো, কর্মীবান্ধব ও বিগত বন্যায় অসহায় মানুষের পাশে থাকা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন দিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করেন।

তারা বলেন, “আমরা মাটি ও মানুষের নেতা চাই, হাইব্রিড নেতা চাই না”।দলের দুঃসময়ে পাশে ছিলেন এমন নেতার হাতেই আমরা ধানের শীষের প্রতীক চাই।

 

আলোচনা সভায় শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন