সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে প্রবাসী জাহাঙ্গীর আলমের উদ্যোগে পাঠনীপাড়ায় সমাজকল্যাণ যুবসংঘের শুভ সূচনা

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ণ
জৈন্তাপুরে প্রবাসী জাহাঙ্গীর আলমের উদ্যোগে পাঠনীপাড়ায় সমাজকল্যাণ যুবসংঘের শুভ সূচনা

প্রবাসে থেকেও সমাজ উন্নয়নে নিবেদিত এক অনুকরণীয় ব্যক্তিত্ব

 

নিজস্ব সংবাদদাতা   জৈন্তাপুর::

সমাজকল্যাণে নিবেদিত কিছু মানুষ আছেন, যাঁরা প্রবাসে থেকেও নিজের মাতৃভূমিকে ভুলে যান না। তেমনই একজন হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পাঠনীপাড়ার গর্বিত সন্তান লন্ডনপ্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী। মানবসেবায় আত্মনিয়োজিত এই সমাজহিতৈষী ব্যক্তির উদ্যোগে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে এক ঝাঁক তরুণ নিয়ে “পাঠনীপাড়া সমাজকল্যাণ যুবসংঘ”, যার শুভ উদ্বোধন হয়েছে গত ৩০ জুন ২০২৫ ইং, রোজ সোমবার, পাঠনীপাড়া, চিকনাগুল, জৈন্তাপুর, সিলেটে।

 

শিক্ষা, ঐক্য ও শান্তিকে মূলনীতি হিসেবে ধারণ করে সংগঠনটি সমাজ উন্নয়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় তরুণদের অংশগ্রহণে গঠিত এই সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন হেলাল আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন কামাল আহমদ।

 

প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রবাসে থেকেও বরাবরই নিজের এলাকার প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে নানামুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তিনি বর্তমানে “জৈন্তাপুর প্রবাসী গ্রুপ (লন্ডন শাখা)”-এর সভাপতি এবং “শান্তিবাগ সোসাইটি – উত্তর বালুচর (সিসিক, ওয়ার্ড ৩৬)”এলাকায়-এর সভাপতি দায়িত্ব পালন করছেন।

তিনি একইসাথে বালুচর শান্তিবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। পাশাপাশি তিনি “গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশন”-এর ওয়েলফেয়ার সম্পাদক হিসেবে নিযুক্ত রয়েছেন।

 

তাঁর প্রতিষ্ঠিত “নুরা ফাউন্ডেশন” (চিকনাগুল, জৈন্তাপুর) এরই মধ্যে শিক্ষাখাতে সহায়তা, দরিদ্র-অসহায়দের সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সহায়তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ নানা সামাজিক কার্যক্রমে প্রশংসিত হয়েছে।

 

“পাঠনীপাড়া সমাজকল্যাণ যুবসংঘ” গঠনের মাধ্যমে জাহাঙ্গীর আলম চৌধুরী যেন আরও একটি সেতুবন্ধন তৈরি করলেন প্রবাসী ও স্থানীয় সমাজের মাঝে। এই সংগঠনের মাধ্যমে পাঠনীপাড়াসহ আশপাশের এলাকার যুবসমাজ সামাজিক সচেতনতা, মানবিকতা ও উন্নয়নের এক নতুন অধ্যায়ে পা রাখছে।

 

দেশের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও নেতৃত্বের সাহসিকতায় জাহাঙ্গীর আলম চৌধুরী আজ একজন প্রেরণার নাম। তাঁর এই মানবিক যাত্রা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

সংবাদটি শেয়ার করুন