সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিতর্কিত ব্যক্তির উপস্থিতি অনিচ্ছাকৃত: বিষয়টি জানা ছিল না ৪৮ বিজিবি

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৮:১৮ অপরাহ্ণ
বিতর্কিত ব্যক্তির উপস্থিতি অনিচ্ছাকৃত: বিষয়টি জানা ছিল না ৪৮ বিজিবি

নিজস্ব  সংবাদদাতা::

সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির আয়োজনে মাদকবিরোধী জনসচেতনতামূলক এক সভায় আলোচিত মামলার দুই অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এটি ছিল অনিচ্ছাকৃত এবং তাদের অজান্তে সংঘটিত।

 

গত ২৫ জুন (বুধবার) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জৈন্তাপুর  উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে ৪৮ বিজিবি।

 

সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন, যা ছিল সবার জন্য উন্মুক্ত। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন বিজিবি ক্যাম্প লুটপাট মামলায় জামিনপ্রাপ্ত অন্যতম আসামি  আব্দুল জব্বার এবং জাফলংয়ে বিজিবির নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে অভিযুক্ত আব্দুল মান্নান, যা নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমন বিতর্কিত কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানানো বা পাশে রাখার প্রশ্নই ওঠে না। ক্যাম্প কমান্ডার সদ্য দায়িত্ব নিয়েছেন, অনুষ্ঠানটির আয়োজন এর জন্য চেয়ার, টেবিল ভাড়া করা সহ অন্যান্য ডেকোরেশন এর কাজ এর জন্য স্থানীয় সহায়তা নেওয়ার প্রয়োজন হয়। এই দায়িত্বে স্থানীয় ব্যক্তি জব্বার এগিয়ে আসে। ক্যাম্প কমান্ডার তার পূর্বের কর্মকান্ড সম্পর্কে অবগত ছিলেন না বিধায় তাকে দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অধিনায়ক, ৪৮ বিজিবি এর বিদায়কালীন জব্বার সামনে এসে হাজির হয়। সাভাবিক সৌজন্যতা স্বরূপ অধিনায়ক, ৪৮ বিজিবি উক্ত ব্যক্তিকে ধন্যবাদ দিয়ে প্রস্থান করেন।

 

তিনি আরও বলেন, পরবর্তীতে জানতে পারি, জব্বার একটি মামলার জামিনে আছেন। আমরা বিষয়টি আগে জানলে এমনটি কখনোই হতো না। আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল। এটি অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত ঘটনা।

 

অনুষ্ঠানের সাজসজ্জা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার কেবল চেয়ার, টেবিল স্থাপন ও মঞ্চ সাজানোর দায়িত্বে ছিলেন। স্থানীয়ভাবে জানা যায় যে, বিজিবির ক্যাম্প কমান্ডার নতুন হওয়ায় ক্যাম্প কমান্ডার তার অতীত সম্পর্কে অবগত ছিলেন না।

 

বিতর্কিত ছবিগুলো নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। একটি ছবিতে দেখা যায়, মাস্ক পরে একটি বড় দরজার পাশে দাঁড়িয়ে আছেন জব্বার। ওই দরজাটিই ছিল আগতদের প্রবেশের পথ। অনুষ্ঠান চলাকালে

সংবাদটি শেয়ার করুন