
ডেস্ক নিউজ :: সিলেটের জৈন্তাপুর উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ছাত্রদলরে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
রবিবার গণমাধ্যম পাঠানো এক বার্তায় উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান ও সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ও গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সহযোগী শক্তি হিসেবে ছাত্রদল অত্যন্ত সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, নবগঠিত কমিটিগুলো সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী শক্তির সবাইকে নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাবেন। তাদের নেতৃত্বের মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে, ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাবে।
উল্লেখ্য: গত শুক্রবার(২৬ জুন) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একযোগে সিলেট জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।
এর মধ্যে জৈন্তাপুর উপজেলায় হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ,জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ,রাঙপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ, ও জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ।