হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডি মাজার নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
রোববার ( ১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৩২) শায়েস্তাগঞ্জ উপজেলায় সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার পুত্র। সে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান (৩০) তালুকহড়াই গ্রামের কিম্মত আলীর ছেলে। তিনি ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুইজন সাতছড়ি থেকে মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে চন্ডি মাজারের কাছে মোটরসাইকেলের চাকা গর্তে পড়লে তারা ছিটকে পড়েন। এসময় একটি বালু বোঝায় গাড়ি তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।