সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচিত কমিটির শপথ

admin
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
কানাইঘাট প্রেসক্লাবের নির্বাচিত কমিটির শপথ

কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক সাংবাদিক এম.এ হান্নান।

প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুারো চীফ শিপার আহমদ চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বাণীর চীফ রিপোর্টার কাওছার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার, সংবাদকর্মী ওহিদুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে ক্লাব সভাপতি নিজাম উদ্দিন বলেন, গত ১২ই জুন প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নির্বাচনে ক্লাবের সকল সদস্য, রাজনৈতিক মহল, ক্লাবের আজীবন সদস্যগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, ২০০২ সালে কানাইঘাট প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি কানাইঘাটের মানুষের প্রত্যাশা পূরণ সহ ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়ন এবং এ জনপদের আর্তসামাজিক উন্নয়নে প্রেসক্লাবের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে নতুন কমিটি কানাইঘাটকে আরো এগিয়ে নিতে একসাথে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন