
বিএনপি নেতা আব্দুল গফফারে’র মৃত্যুতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী শোক প্রকাশ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর, প্রবীণ রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট মো. আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি এক শোক বার্তা বলেন, একজন দক্ষ রাজনীতিবীদ হিসেবে সিলেট বিএনপির জন্য কাজ করে আসছিলেন। বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে অন্যতম ভূমিকা ছিলো উনার । তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি একজন অভিবাবক হারালো, যা পূরণ হবার নয়।
আরিফুল হক চৌধুরী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।