সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৬:৫০ অপরাহ্ণ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২২ জুন) সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নিই।’

 

তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বর্তমানে তাকে রমনার ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

 

এর আগে আজ (রোববার) রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

এই তালিকায় আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।

 

অভিযোগে আসামি করা হয়, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরীকে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!