সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তের ওপারে যুবকের মৃ ত্যু : লা*শ ফেরত পেল পরিবার

admin
প্রকাশিত জুন ২০, ২০২৫, ০২:১৩ অপরাহ্ণ
সিলেট সীমান্তের ওপারে যুবকের মৃ ত্যু : লা*শ ফেরত পেল পরিবার

ডেস্ক নিউজ :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এক যুবক ভারতের অভ্যন্তরে আত্মহত্যা করার পর তার মরদেহ বিজিবি ও বিএসএফ-এর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পৌনে বারটায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন উৎমা বিওপির বিপরীত ভারতের টোকা ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ১২৫৮/২০-এস এর ৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশি নাগরিক মোঃ জাকারিয়া আহমদ (২৫), পিতা মোঃ আলাউদ্দিন, লামাগ্রাম কামাল বস্তি, কোম্পানীগঞ্জ, সিলেট একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ রেখে মরদেহ ফেরতের উদ্যোগ নেয় বিজিবি। রাতে ভারতীয় পুলিশ ও বিএসএস তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে আজ শুক্রবার (২০ জুন) দুপুর ১টার দিকে সীমান্ত পিলার ১২৫৭/১-এস এর নিকট বিজিবি ও বিএসএফ-এর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় পাঠায়।

 

বিএসএফ জানায়, দুর্গম স্থানে অবস্থান এবং পিনারসালা থানা থেকে ঘটনাস্থলের দূরত্বের কারণে লাশ হস্তান্তরে কিছুটা বিলম্ব ঘটে।

 

স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে জাকারিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তাধীন।

সংবাদটি শেয়ার করুন