জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২০ জুন) সকাল ১১টায় পার্টনার কংগ্রেসে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির মাধ্যমে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেট-এর উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, “বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তরের জন্য মাঠপর্যায়ে নানা কার্যক্রম গ্রহণ করেছে।পার্টনার প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, নূরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন , সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প মোঃ নাছির উদ্দীন ,জেলা প্রশিক্ষণ অফিসার , দেন দীপক কুমার দাস,উপজেলা কৃষি কর্মকর্তা , শামীমা আক্তার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষক প্রতিনিধি আসমা বেগম।
উক্ত অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিশেষ করে পাটনার ফিল্ড স্কুলের আওতায় ভুক্ত প্রশিক্ষিত কৃষক-কৃষানীর মধ্যে ৩৫ জন ও স্থানীয় ৩৫ জন কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।