অনলাইন ডেস্ক :
সিলেট-জকিগঞ্জ সড়কে বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে একটি মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক টমটম চালক নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস এলাকা।
নিহত সাহাব উদ্দিন সাবু (৪৮) বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়রা তাকে এক মেধাবী ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে স্মরণ করছেন।
দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বর-কনে এবং তাদের বরযাত্রীদের মধ্যে অনেকেই গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে এবং তাদের বরযাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্ঘটনার কারণ হিসেবে মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারান এবং বিপরীতমুখী আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ধাক্কায় ঘটনাস্থলেই টমটম চালক সাহাব উদ্দিন সাবুর মৃত্যু হয়। এছাড়া আহতরা বিভিন্ন মারাত্মক আহত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা শোক প্রকাশ করেন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বনের প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, “গাড়ি চালানোর সময় দ্রুতগতি ও অল্প অবহেলা জীবনের জন্য বড় সংকট ডেকে আনতে পারে। আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা তারই দৃষ্টান্ত। তাই আমরা সবাইকে ধীর গতি বজায় রেখে ও সতর্কতার সঙ্গে যান চলাচল করার জন্য আহ্বান জানাচ্ছি।”
জকিগঞ্জের পুলিশ ও স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলেছে। এদিকে, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় আহত হওয়া শিশুটি আজ দুপুরে সেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেছে।