
অনলাইন ডেস্ক ::
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেয়া হয়েছে এবং ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে সোমবার বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ধোপাগুল বাজারের ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেওয়া হয়েছে এবং ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে সিলেটের ধোপাগুলে ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং এই সময় ৩০টি ক্রাশার মেশিনের বিদ্যুতের মিটার খুলে নেওয়া হয়।